Breaking News
Home >> Breaking News >> বোলপুরে দশম শ্রেণীর ছাত্রীর রহস্যমৃত্যু

বোলপুরে দশম শ্রেণীর ছাত্রীর রহস্যমৃত্যু

দেবস্মিতা চ্যাটার্জ্জী, স্টিং নিউজ করেসপনডেন্ট, বীরভূম: বীরভূমের বোলপুর থানার বাগানপাড়ায় ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় শনিবার। মৃত ছাত্রীর নাম সুমনা হাওলাদার। সে বোলপুরের পারুলডাঙা শিক্ষানিকেতন আশ্রম বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী।

ঘটনাসূত্রে জানা গেছে, সুমনার মা সারথী হাওলাদার গত বুধবার এক আত্মীয়ের বাড়িতে যান। সেদিন থেকেই প্রতিবেশী নীলিমা লাহা সুমনার দেখাশোনা করছিল। কিন্তু শনিবার দুপুরে সুমনা ওই প্রতিবেশীর বাড়িতে দুপুরে খেতে না যাওয়ায় বাড়িতে ডাকতে আসেন। তখন নীলিমা লাহা দেখেন সুমনা খাটে চাদর ঢাকা নিয়ে শুয়ে আছে। অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও সুমনা না ওঠায় কাছে গিয়ে দেখে সুমনার নিথর দেহ। অন্যান্য প্রতিবেশীরাও ততক্ষণে এসে উপস্থিত হলে সুমনার গলায় ফাঁস লাগানোর মত একটা দাগ দেখতে পান তাঁরা। মৃতার মা সারথী হাওলাদারের দাবী তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি এই ঘটনার সঠিক তদন্তের জন্য আর্জি করেছেন। বোলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করলে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.