Breaking News
Home >> Breaking News >> শুরু হল ২০তম রানাঘাট উৎসব, ওয়েব মিডিয়া পার্টনার স্টিং নিউজ

শুরু হল ২০তম রানাঘাট উৎসব, ওয়েব মিডিয়া পার্টনার স্টিং নিউজ

স্টিং নিউজ সার্ভিসঃ আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হল রানাঘাট উৎসব। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকঃ রানাঘাট সঙ্ঘতি। এবছর উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী সমীর আইচ, তাহেরপুর পৌরসভার পৌরপিতা রতন রঞ্জন রায়, রানাঘাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ, আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান স্বপন ঘোষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এবছর রানাঘাট উৎসবের ওয়েব মিডিয়া পার্টনার স্টিং নিউজ ডট কম ও এক্সপ্রেস বাংলা ২৪ X ৭ ডট কম। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও দেখুনঃ 

Check Also

​বেআইনি কয়লা আটক করল সিআইএসএফ 

সুকান্ত বাগ্দী, স্টিং নিউজ করোসপডেন্ট, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে শুরু হয় …

Leave a Reply

Your email address will not be published.