Breaking News
Home >> Breaking News >> বিবর্তন টেলি ফ্লিম প্রডাকশনের চতুর্থ প্রয়াস ‘সে আসছে’ এর শুভ মহরৎ অনুষ্ঠিত হল দিনহাটায় 

বিবর্তন টেলি ফ্লিম প্রডাকশনের চতুর্থ প্রয়াস ‘সে আসছে’ এর শুভ মহরৎ অনুষ্ঠিত হল দিনহাটায় 

   

                                                                                                                                                             মনিরুল হক,স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ বিবর্তন টেলি ফ্লিম প্রডাকশনের চতুর্থ প্রয়াস ‘সে আসছে’ এর শুভ মহরৎ অনুষ্ঠিত হল দিনহাটার ফুলদিঘি এলাকায়। আজ ওই শুভ মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ পার্থ প্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তি। ওই টেলি ফ্লিমের পরিচালক কল্যাণময় দাস জানিয়েছেন, শুভ মহরৎ-র মাধ্যমে এদিন থেকে শুটিং শুরু করা হল। সে আসছে নামে এই টেলি ফ্লিমের লেখক, প্রডিউসার ও অভিনেতা হিসেবে রয়েছেন চিকিৎসক উজ্জল আচার্য। তিনি ইতিমধ্যেই বেশ কিছু টেলি ফ্লিম তৈরি করেছেন। প্রত্যেকটিতেই সমাজ সচেতনতার বার্তা দিয়েছেন। নতুন টেলিফ্লিমেও সমাজের জন্য বার্তা রয়েছে। এখানে অভিনেতা হিসেবে বিশিষ্ট সাংবাদিক দেবব্রত দে সরকারও থাকছেন।

Check Also

​বেআইনি কয়লা আটক করল সিআইএসএফ 

সুকান্ত বাগ্দী, স্টিং নিউজ করোসপডেন্ট, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে শুরু হয় …

Leave a Reply

Your email address will not be published.