Breaking News
Home >> Breaking News >> শান্তিনিকেতনের “আমরা সবাই” এর পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রয়ানে শোকসভা পালিত হল

শান্তিনিকেতনের “আমরা সবাই” এর পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রয়ানে শোকসভা পালিত হল

দেবস্মিতা চ্যাটার্জ্জী, বীরভূম: বিশিষ্ট রাজনীতিবিদ, কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ তথা উ. দিনাজপুরের রূপকার প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীর শোকসভা হল শান্তিনিকেতনের “আমরা সবাই” এর পক্ষ থেকে। দীর্ঘ রোগভোগের পর গত ২০ শে নভেম্বর প্রয়াত হয়েছেন এই বর্ষীয়ান নেতা। তাঁর আত্মার শান্তি কামনা করেই আজকের এই শোকসভার আয়োজন করা হয়েছিল।

বিশ্বভারতীর কর্মী, প্রাক্তনীরা আজকের শোকসভায় উপস্থিত হয়েছিলেন। তাঁদের অনেকেই  প্রয়াত প্রিয়রঞ্জনবাবুর সান্নিধ্য পেয়েছিলেন। কথা প্রসঙ্গে উঠে এসেছে অনেক পুরোনো স্মৃতি। ২০০৭ সালে বিশ্বভারতীর উদ্যোগে যে অধ্যাপকসভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। পশ্চিমবঙ্গে তাঁকে বলা হত বাংলার বাঘ। ব্যক্তিগত জীবন ত্যাগ করে সাহসিকতার সাথে জনস্বার্থে তিনি সারাজীবন কাজ করে গেছেন। বিশ্বভারতীর অধ্যাপকসভার সহ সভাপতি কিশোর ভট্টাচার্য্য জানান, বরাবরই প্রিয়বাবু বিশ্বভারতীর খোঁজখবর নিতেন। ভারতীয় ফুটবলকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে সচেষ্ট হয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তাঁর এই প্রয়ানে রাজনৈতিক মহলে নক্ষত্রপতন হল।

Check Also

​বেআইনি কয়লা আটক করল সিআইএসএফ 

সুকান্ত বাগ্দী, স্টিং নিউজ করোসপডেন্ট, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে শুরু হয় …

Leave a Reply

Your email address will not be published.