Breaking News
Home >> Breaking News >> অজানা জ্বরে মূত্যু কালনায়

অজানা জ্বরে মূত্যু কালনায়

রাজ কুমার ঘোষ, স্টিং নিউজ প্রতিনিধি, কালনা, পূর্ব বর্ধমান: সারা রাজ্য ডেঙ্গু অজানা জ্বরে মূত্যু মিছিল শুরু হয়েছে।অজানা জ্বরে বলি ক্লাস ওয়ানের ছাত্র নাজিম সেখ(৮) বাড়ি কালনার কম্পানি ডাঙ্গায়।গতকাল কাল সকালে উঠে তার মা মনা বিবিকে  নাজিম সেখ বলে আমার গা প্রচন্ড গরম,গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর, ছেলেকে ঘরে সুইয়ে রেখে বাড়ির কাজ সেরে।মনা বিবি ও বাবা তাজিম সেখ ছেলে এবং দুই মেয়ে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে আউটডোরে দেখায়,ভর্তি কথা ডাক্তার লিখে দেয় কিন্তু না বুঝে তারা ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে।তারপর সন্ধ্যা ৬ টা নাগাদ দুবার বমি করে সাথে সাথেই শুরু হয় খিচুনি তরিঘরী কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯ টা নাগাদ মূত্যু হয়।

Check Also

দুদিনের মধ্যে ফের উদ্ধার হল চোলাই মদ

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া:  শনিবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে চোলাই মদ সহ …

Leave a Reply

Your email address will not be published.