Breaking News
Home >> Breaking News >> এনজেপির আইওসিতে আগুন

এনজেপির আইওসিতে আগুন

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ একবার ফের এনজেপির আইওসি-তে আগুনের ঘটনা ঘটলো। তবে যদিও ছোট আগুন ছিল। এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী। এবং এনজেপি থানার পুলিশ। তবে দমকল যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, আইওসি-র সামনে থাকে ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত এনজেপি-র আইওসি-র সামনে এরআগে বহুবার আগুনের ঘটনা ঘটেছে। তেলের ট্যাংকার থেকে তেল চুরি করতে গিয়ে আগুন লাগার ঘটনা এরআগে বহুবার ঘটেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এবার কি কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে এনজেপি থানার পুলিশ।

Check Also

​বেআইনি কয়লা আটক করল সিআইএসএফ 

সুকান্ত বাগ্দী, স্টিং নিউজ করোসপডেন্ট, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে শুরু হয় …

Leave a Reply

Your email address will not be published.