Breaking News
Home >> Breaking News >> আথলেটিক দীপার মৃত্যুতে শোকোস্তব্দ গোটা নদীয়া

আথলেটিক দীপার মৃত্যুতে শোকোস্তব্দ গোটা নদীয়াকমল দত্ত, নদীয়া: আথলেটিক দীপা মন্ডলের মৃত্যুতে শোকাহত নদীয়া জেলা ক্রীড়া জগতে।বৃহস্পতিবার নদীয়ার চাকদা থানার মুকুন্দনগর  কে,সি,দাস হাই স্কুলের ছাত্রী দীপা মন্ডল (১৬)। দীপা বরাবরই মোবাইলে গান শুনতে ভালবাসতেন।স্থানীয় সুত্রে জানাগেছে দীপা তার দাদা অরুনাভ মন্ডলের সংগে মোবাইলে গান শোনা নিয়ে বকাবকি করে।গতকাল রাতে এই ঘটনার পর আজ সকালে দীপা প্রাইভেট পড়ে বাড়ী এসে  আত্ম্যহত্যার পথ বেছে নেয়। সকালে বাড়ী ফিরে সে ঘরের দরজা বন্ধ করে দেয়।এরপর বাড়ির সদস্যদের সন্দেহ হওয়ায় ঘরের টালী খুলে দেখা যায়  দীপার দেহ ঝুলছে। সংগে সংগে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসক এরা মৃত বলে ঘোষনা করে। নদীয়া জেলা খো খো সংস্থায় সে খেলাধুলা করতো।বর্তমানে সে রাজ্যস্তরের খেলোয়ার ছিলেন।খো খো খেলায় সে সাব জুনিয়র খেলতো দীপা।বাবা তাপস ঘোষ ট্রাক্টর চালক মা গৃহবধু।ছোট্ট সংসারে দীপা ছিল খুবই আদরের।অন্যদিকে নদীয়া জেলা খো খো সংস্থার সম্পাদক বিজন দাস জানান।এই ঘটনা খুবই দুখ:জনক। উদীয়মান  খেলোয়ার ছিলেন দীপা।আগামী দিনের ভবিষ্যত ছিল।হয়তো না বুঝে সে এই কাজটি করেছে।আমরা গভীরভাবে মর্মাহত।গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

Check Also

লোকসভা ও বিধানসভা ভোটে জেতার পথ বাতলে দিলেন রবি

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচনই আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয়ের পথ …

Leave a Reply

Your email address will not be published.