Breaking News
Home >> Breaking News >> নদিয়ার চাপড়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নবম শ্রেণীর ছাত্র

নদিয়ার চাপড়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নবম শ্রেণীর ছাত্র


সমীর রুদ্র, চাপড়া, নদিয়া: ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ওই কিশোর চাপড়া কিং এড ওয়ার্ড হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে চাপড়ার মালুমগাছা গ্রামে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ০৪/১১/২০১৭ তারিখে বাড়ির পাশে মাঠে খেলতে যায় ঐ শিশুটি। সেই সময় প্রতিবেশী এক কিশোর মেয়েটিকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাড়িতে জানালে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত কিশোর।

মেয়েটি বাড়ি ফিরে ভয়ে সমস্ত ঘটনা চেপে যায়।কিন্তু রাতে খেতে বসার সময় শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্ত ক্ষরণ হওয়ায় বিষয়টি মায়ের নজরে আসে। মেয়েটির মা জিজ্ঞেস করলে সে জানায় খেলতে গিয়ে লেগেছে। এরপরই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানান।

মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করে। মেয়ের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর মেয়েটির বাবা ওই কিশোরের বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ সকালে ওই কিশোরকে বাড়ি থেকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। আগামী কাল তাকে জুভেনাইল কোর্টে তোলা হবে।

এই নারকীয় ঘটনায় ক্ষোভে ফুসছে শিশুটির পরিবার, প্রতিবেশী সহ গোটা গ্রাম। অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

Check Also

পনের দাবিতে গৃহবধৃকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

বিশ্বজিৎ মন্ডল,স্টিং নিউজ করেসপনডেন্ট,মালদাঃ পনের টাকা বাবা শোধ করতে না পারায় খুন হল গৃহবধূ। বিবাহের …

Leave a Reply

Your email address will not be published.